মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ উদ্বোধন 

ঝিনাইদহ প্রতিনিধি 

কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ উদ্বোধন 

ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরধানের সমলয় চাষাবাদ কর্মসূচির মাধ্যমে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমির রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। 

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া সুন্দরপুর-দূর্গাপুর মাঠে এ ধানের চারা রোপণের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 

কালীগঞ্জ উজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 

সেসময় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কৃর্ষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলিক ষষ্ঠি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলামসহ এলাকার কৃষক-কৃষাণী ও সুধীজন।

টিএইচ